ঢাকার সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকদের উপর হামলা ও ডাক্তারদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) এবং শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের ব্যানারে আজ বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শেরে-ই বাংলা মেডিকেল চত্ত্বরে এই মানবববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মু. কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএমএ সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম, শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. এসএম সারওয়ার, অধ্যাপক ডা. রনজিৎ চন্দ্র খাঁ, অধ্যাপক ডা. অসিত ভূষণ দাস, অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, ডা. সাহরিন সাবিহা তন্নী ও ডা. অনুপ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ভুল চিকিৎসার দোহাই দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের উপর হামলা চালানো হচ্ছে। যা দুঃখজনক। এসময় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
এর আগে সকালে চিকিৎসকরা কালো ব্যাজ ধারণ করেন। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তারা কালো ব্যাচ ধারণ এবং বৃহস্পতিবার মানববন্ধন করবেন। এছাড়া আগামী মঙ্গলবার দুপুর ১টার পর থেকে চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবেন বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল