চট্টগ্রামে আলী আহমদ নামে সত্তর বছর বয়সী এক ব্যক্তির পায়ুপথ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার ভোরে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আলী আহমদের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, আলী আহমদ কক্সবাজার থেকে ইয়াবা চালানটি নগরীতে নিয়ে আসছিল। তিনি শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে বাস থেকে নেবে পায়ে হেঁটে নগরীতে প্রবেশ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তার পায়ুপথ থেকে দেড় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।