চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু জন নিহত হয়েছেন। রবিবার সকালে নগরীর ডবলমুরিং এবং বন্দর থানা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, রবিবার সকালে বাদামতল এলাকায় গাড়ি চাপায় মারাত্মক ভাবে আহত হন আবুল কামাল নামে এক অটোরিক্সা চালক। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানা পুলিশ জানায়, রবিবার সকালে বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় একটি দ্রুতগতির বাস পোশাক শ্রমিক অমর জ্যোতিকে ধাক্কা দেয়। এতে মারাত্মক ভাবে আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।