বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডি কাছে পাঠানোর অনুমতি দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমির আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, ধর্ষণের ঘটনায় আলামত হিসেবে ওই দুইজনের কাছ থেকে জব্দ করা ৫টি মোবাইল সেট ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। রবিবার সেগুলো পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানোর অনুমতি দিয়েছেন আদালত।
ধর্ষণের সময় সাফাতের দেহরক্ষী রহমত আলীকে দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে। গত ৬ মে ধর্ষণের ঘটনায় রাজধানীর বনানী থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামিরা হলেন নাঈম ওরফে হালিম, সাকিফ, বিল্লাল হোসেন এবং রহমত আলী।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব