নিজের হাতে গড়া মুক্তিযুদ্ধের বিখ্যাত ভাস্কর্য 'অপরাজেয় বাংলা'র পাদদেশেই ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন শিল্পী, সংস্কৃতিজগতসহ সর্বস্তরের মানুষ।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ সেখানে নেওয়া হয়। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
এর আগে, বেলা সোয়া ১২টার দিকে বারডেম হাসপাতাল থেকে সৈয়দ আবদুল্লাহ খালিদদের চারুকলা ইনস্টিটিউটে মরদেহ আনা হয়। সেখানে চিত্রশিল্পী রফিকুন নবী, সৈয়দ জাহাঙ্গীরসহ অন্য শিল্পী ও চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে শ্রদ্ধা জানান।
এদিকে, 'অপরাজেয় বাংলা'র পাদদেশে শ্রদ্ধা নিবেদন শেষে স্থপতিকে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সৈয়দ আবদুল্লাহ খালিদ। এ সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব