চাঁদা দাবির অভিযোগে রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফরুসসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার মতিঝিল থানা আওয়ামী জনতা লীগের সহ সভাপতি আবুবক্কর সিদ্দিক বাদী হয়ে এ মামলা করেন।
পরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয় তদন্ত করে গোয়েন্দা পুলিশকে (ডিবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন, উপপরিদর্শক রকিব ও মোস্তাফিজ।
মামলার নথি সুত্রে জানা গেছে, গত ১০ মে মামলার বাদীকে বিনা কারণে আটক করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর কাছে আসামিরা মিলেমিশে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় বাদী আদালতে মামলা করেন।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব