নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধভাবেই জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবিলা করা হবে। নির্মূল করা হবে তাদের অর্থ ও মদদদাতাদের। যারা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় সেই বিএনপি-জামায়াতের সাথে ঐক্য হতে পারে না।’
সোমবার সকালে উত্তরবঙ্গে ঠাকুরগাঁও যুবলীগের সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাসস্ট্যান্ডের সামনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ওমর ফারুক চৌধুরী আরও বলেন, ‘ইসলাম শান্তি, মানবতা ও প্রতিবাদের ধর্ম। এ ধর্ম মানুষ হত্যা কিংবা মানুষের হাত-পায়ের রগ কাটা সমর্থন করে না।’ দেশে গুপ্তহত্যা চালিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রমাণ করতে চায় সংখ্যালঘুরা বাংলাদেশে নিরাপদ নয়, যোগ করেন যুবলীগ চেয়ারম্যান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান সাভার উপজেলা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মন্ডল, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, পৌর যুবলীগের নেতা কামরুল হাসান শাহীনসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৭/মাহবুব