আসন্ন পবিত্র রমজানে মদ ও জুয়ার আসর বসলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার দুপুরে নগর ভবনে রমজান উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
সাঈদ খোকন বলেন, যত প্রভাবশালী হোক না কেন, রমজানে বার ও ক্লাবে মদ ও জুয়ার আসর বসলে তা কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৭/মাহবুব