রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ও নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
১৫ পরীক্ষার্থীর করা রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার এ স্থগিতাদেশ দেন হাইকোর্ট।
এর আগে, গত ২১ এপ্রিল বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর ইডেন কলেজ, লালমাটিয়া কলেজ ও সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করেন। এ ঘটনায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভও করে। পরে পরীক্ষা বাতিল চেয়ে ওই ১৫ শিক্ষার্থী হাইকোর্ট রিট করে।
২০১৬ সালের ১০ মার্চ ৮৩৪টি পদের বিপরীতে জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা বা এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় ব্যাংকার্স সিলেকশন কমিটি। এই পরীক্ষা নেওয়ার দায়িত্ব পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ। গত ২৪ মার্চ সকাল ও বিকালে প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। আড়াই লাখ প্রার্থী তাতে অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ১০ হাজার ১৫০ জন। গত ২১ এপ্রিল নয় হাজার ৪০০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৭/মাহবুব