সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের দুই নেতার লাইসেন্স স্থগিত ও কারণ দর্শাও নোটিশ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়নের সদস্যরা। সোমবার দুপুর ১২টার দিকে এ মানববন্ধন হয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ খায়রুল বাশার মিল্টন।
তিনি বলেন, সামনে রমজান। বন্দরের এমপিবি ও এনসিটি ইয়ার্ডে কাজ করতে অনেক কষ্ট হবে। কাস্টমস কর্তৃপক্ষ যাতে বিষয়টি অনুধাবন করতে পারে সেজন্য মানববন্ধন করেছি। মানববন্ধনে আমরা বিষয়টি ঝুলিয়ে না রেখে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছি।
জানা গেছে, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মো.মনজুরুল আলম ভূঁইয়ার লাইসেন্স স্থগিত ও সাধারণ সম্পাদক জাকির হোসেনকে কারণ দর্শাও নোটিশ দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আগেও দুই দফা কাজ বন্ধ করে প্রতিবাদ জানিয়েছিল সিএন্ডএফ কর্মচারীরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ