চট্টগ্রাম চেম্বারের নতুন নেতৃত্বের হাল ধরেছেন আবারও সেই মাহবুব-নেওয়াজ-জামাল প্যানেল। এমএ লতিফ এমপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে আবারও নির্বাচিত হলেন বর্তমান সভাপতি মাহবুবুল আলম। একই সাথে সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম ও সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদও।
তবে চট্টগ্রাম চেম্বারে এ প্রথম টানা তিনবার গুরুত্বপূর্ণ এ পদগুলোতে দায়িত্ব পালন করবেন তারা। তাছাড়া সোমবার চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে পরিচালক হাবিবুল হকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ২১ জন পরিচালকসহ ২৪ জনের পরিচালনা পর্ষদ ২০১৯ সাল পর্যন্ত চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করবে।
নব-নির্বাচিত চেম্বার সভাপতি ও এফবিসিসিআই’র সহ-সভাপতি মাহবুবুল আলম বলেন, বর্তমান কমিটির ভিশন, ব্যবসা ও অর্থনীতির উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবেন। বর্তমান কমিটির ভিশন হলো নতুন একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। প্রাইভেট সেক্টর থেকে জমি নিয়ে অথবা সরকার যেখানে ইকনোমিক জোন করছে সেখান থেকে।
তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থে অর্থনীতিকে এগিয়ে নিতে চট্টগ্রাম চেম্বারের ভিশন হচ্ছে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা। সেই লক্ষেই কাজ করে যাব। তিনি বলেন, চট্টগ্রামে অনেক সমস্যা রয়েছে। জলাবদ্ধতা, যানজট, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কাজ করবে চেম্বার। সব কিছু মিলে চট্টগ্রাম চেম্বার সরকারের ভিশন ২০২১ ও ২০৪০ বাস্তবায়নে কাজ করবে। দেশ, জাতি ও ব্যবসায়ীদের অর্থনীতিকভাবে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করবো।
চেম্বার সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের তিনটি করে ছয়টি মনোনয়ন জমা পড়ে। ফলে ছয়জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৯ জন প্রত্যাহার করে নিয়ে দুটি গ্রুপে ১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পৃথক চারটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ২৪ জন পরিচালকের মাধ্যমে চট্টগ্রাম চেম্বার পরিচালিত হয়। অর্ডিনারি গ্রুপের ১২ জন, অ্যাসোসিয়েটস ক্লাসের ৬ জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের ৩ জন এবং ট্রেড গ্রুপের ৩ জন পরিচালক ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। নির্বাচিত ২৪ জন পরিচালক নিজেদের মধ্য থেকে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি এবং একজন সহসভাপতি নির্বাচন করেন।
মোট ২৪ জন পরিচালকবৃন্দরা হলেন ট্রেড গ্রুপের সৈয়দ জামাল আহমদ, মোহাম্মদ মাহবুবুল হক চৌধুরী বাবর এবং মোহাম্মদ ওমর হাজ্বাজ, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের জহুরুল আলম, মোহাম্মদ হাবিবুল হক এবং আবদুল মান্নান সোহেল, এসোসিয়েট ক্লাসের মাহবুবুল আলম, এম এ মোতালেব, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী, এস এম শামসুদ্দীন এবং সৈয়দ সগীর আহমদ, অর্ডিনারি ক্লাসে নুরুন নেওয়াজ সেলিম, একেএম আকতার হোসাইন, কামাল মোস্তফা চৌধুরী, রাকিবুর রহমান টুটুল, অঞ্জন শেখর দাশ, সারোয়ার হাসান জামিল, মঈনুদ্দীন আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী, মুজিবুর রহমান, হাসনাত মোহাম্মদ আবু ওবায়দা, শাহরিয়ার জাহান এবং জাহেদুল হক পরিচালক নির্বাচিত হয়েছেন।