রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে কেন্দ্রঘোষিত বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবারে দুপুরে অশ্বিনী কুমার হলের মূল ফটকে এ ঘটনা ঘটে।
এর আগে, বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, যুগ্ম সম্পাদক মীর জাহিদুল কবির, কামরুল হাসান রতন, মাহবুবুর রহমান পিন্টু, সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, সমাবেশ শেষে মহানগর বিএনপি’র ব্যানারে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে কিছুক্ষণ বাদানুবাদ হলেও পুলিশ শেষ পর্যন্ত বিএনপি’কে বিক্ষোভ মিছিল করতে দেয়নি।
এর আগে, সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে বিএনপি’কে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে অশ্বিনী কুমার হলের সামনে যৌথ বিক্ষোভ সমাবেশ করে উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি। দক্ষিণ জেলার সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, রফিকুল ইসলাম লাবু ও দেওয়ান মো. শহীদুল্লাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৭/মাহবুব