চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) গ্রিন সিটি ক্লিন সিটির কর্মসূচির অংশ হিসাবে নগরের বাসা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে বাগান করার উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর মহিলা সমিতি স্কুল ও কলেজের ছাদে ফলজ গাছের চারা রোপন করে ‘ছাদ বাগান’ কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
স্থানীয় কাউন্সিলর মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ছাদ বাগান উদ্বোধন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ নেতা ও বাওয়া স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য জামসেদুল আলম চৌধুরী, বাওয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম, চসিকের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম প্রমুখ। সুধি সমাবেশে মেয়র শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। পরে তিনি ছাদ বাগান পরিদর্শন করেন।
পরে বাওয়া স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাওয়া স্কুল ও কলেজ এর ছাদে ছাদ বাগান উদ্বোধনের মধ্য দিয়ে ছাদ বাগান কর্মসূচি শুরু হলো। নগরীর ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে ছাদ বাগান করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিষমুক্ত টাটকা ফল ও সবজি ছাদ বাগানের মাধ্যমে গ্রহণ করা যাবে। ছাদ বাগান কর্মসূচিতে শরিক হওয়ার জন্য নগরবাসীর প্রতি আমরা আহবান জানাচ্ছি। ফলজ, বনজ ও ওষুধি গাছের বাগান করার মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যা, সাইক্লোন ও ভুমিকম্প এবং বায়ু দুষণের প্রভাব থেকে জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে।
মেয়র বলেন, বর্তমান বিশ্বের জলবায়ু প্রভাবের ক্ষতি কাটিয়ে উঠার একমাত্র মাধ্যম সবুজায়ন। বৃক্ষ মানুষের জীবন বাঁচায় এবং পরিবেশ সুরক্ষা করে। তিনি বাওয়া স্কুলের শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের বৃক্ষ রোপন এবং বাগান তৈরী করার কাজে এগিয়ে আসার আহবান জানান।