অবশেষে গত কয়েকদিনের তীব্র তাপমাত্রার পরিসমাপ্তি ঘটিয়ে দেশের কোথাও কোথাও এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি মানুষের মাঝে প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে। বৃষ্টির কারণে খানিকটা তাপমাত্রাও কমে গেছে।
তীব্র তাপদাহের সঙ্গে লোডশেডিং ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। শুক্রবার সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা থাকলেও ভ্যাপসা গরমে জনজীবন অস্থির হয়ে উঠে। অবশেষে শুক্রবার বিকেলে দেশের কোথাও কোথাও দেখা মেলে এক পশলা বৃষ্টির। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৪ থেমে ৩৬ এর মধ্যে ওঠানামা করছিল। আজকের বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমে এসেছে।
বিডি প্রতিদিন/২৬ মে ২০১৭/আরাফাত