রাজধানীর পান্থপথ এলাকার হক চেম্বার ভবন থেকে গোপন বৈঠককালে জামায়াতের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে ১৬টি কম্পিউটারও জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার বিকেল ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা নানা রকম ওয়েবসাইট তৈরি করে দেশ বিরোধী অপপ্রচার চালিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৬ মে ২০১৭/আরাফাত