রাজধানীর লালবাগে বিষপানে নীলা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ সকাল ৯টার দিকে লালবাগ থানাধীন নিউ পল্টন রোডের ৭৭ নম্বর সাততলা বাসায় এ ঘটনা ঘটে।
নীলার স্বামী আশিকুর রহমান জানান, সকালে বাসায় সবার অগোচরে বিষপান করেন নীলা। বিষয়টি টের পেয়ে নীলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিলে দায়িত্বরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি স্বামী আশিকুর রহমান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/হিমেল