রাজধানীর সদরঘাট এলাকায় একটি দ্রুত গতির পিকআপ ভ্যানের চাপায় হালিমা (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৩টার দিকে সদরঘাট ৫ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৬টার দিকে হালিমাকে মৃত ঘোষণা করেন।
সদরঘাট পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল সাত্তার জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান চাপা দিলে গুরুতর আহত হয় হালিমা। এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মিটফোট হাসপাতাল নিয়ে যায়। সেখানে হালিমার অবস্থা অবনতি হলে ঢামেকে নিয়ে এসে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান এএসআই আব্দুস সাত্তার।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/এনায়েত করিম