চট্টগ্রামে গাছ থেকে পড়ে শেখ আহমেদ নামে এক দিনমজুর নিহত হয়েছেন। আজ বিকেলে জেলার বোয়ালখালী থানাধীন চরখিদিরপুর সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শেখ আহমদ চরখিদিরপুর এলাকার কালা মিয়ার সন্তান।
জানা যায়, গাছে ওঠে কাজ করার সময় পা পিছলে পড়ে যান শেখ আহমেদ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার