ইয়াবা আগ্রাসন ঠেকাতে নাফ নদীতে মাছ ধরা বন্ধ করার চিন্তা-ভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ র্যাবের উদ্ধার করা মাদক ধ্বংস অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার আগ্রাসন ঠেকাতে নাফ নদীতে মাছ ধরা বন্ধ করার চিন্তা ভাবনা চলছে। বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে। তারপর এ ঘোষণা দেয়া হবে।’ তিনি বলেন, ‘নাফ নদীর জেলেরা সমুদ্রে গিয়ে মাছ ধরবে। তারা অনুরোধ করবো যাতে নাফ নদীতে না যায়। এতে করে ইয়াবা চোরাচালানদের উপর নজরদারী রাখা সম্ভব হবে।
এর আগে র্যাব প্রধান বেনজির আহমেদ সীমান্ত ঘেঁষে নাফ নদীর এক কিলোমিটার ‘নো ফিশিং’ জোন প্রস্তাব দিয়ে বলেন, মাছ ধরতে গিয়ে ইয়াবা আনছে। আমাদের ট্রলারগুলোর যদি বিশেষ রঙ এবং জেলেদের আইডি কার্ড দেয়ার চিন্তা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, এমএ লতিফ, দিদারুল আলম, র্যাব প্রধান বেনজির আহমেদ, সিডি এ চেয়ারম্যান আবদুচ ছালাম, সিএমপি কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার