চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধের দাবিতে রাজধানীতে মশারি মিছিল করেছে গ্রপতিশীল জাতীয়তাবাদী দল (পি.এন.পি)।
শনিবার দলের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর কাকরাইলে এইচ.আর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ শেষ হয়।
মিজানুর রহমানের পরিচালনায় এতে পি.এন.পি চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, মহাসচিব আহমেদুর রহমান, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবুল, মহিলা সম্পাদিকা নাসিমা আক্তার ও মহিলা দলের সাধারণ সম্পাদক কিবরিয়া আক্তার সুমি প্রমুখ এতে বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ পিএনপির আহ্বায়ক জহির উদ্দিন। ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, সরকারকে চিকনগুনিয়া রোগের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/আরাফাত