সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
আজ শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোড অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সাঁকো টেলিফিল্ম এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা, গুণীজন সম্মাননা পদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, অভিনয়, সংগীত, নৃত্য ও অভিনয় চর্চায় বেশি করে সুযোগ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দেশপ্রেমিক মানুষকে পরিকল্পিত কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে মননশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে সম্পৃক্ত না করায় একটা অংশ বিপথগামী হয়ে সন্ত্রাস, মাদক ও জংগিবাদের দিকে ধাবিত হচ্ছে।
সংগঠনের উপদেষ্টা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সংবর্ধিত গুণীজনদের হাতে পদক তুলে দেন প্রতিমন্ত্রী রাঙ্গা।
বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৭/এনায়েত করিম