রাজধানীর রমনাতে গলায় ফাঁস দিয়ে এক শিশু আত্মহত্যা করেছে। ওই শিশুর নাম নুর উদ্দিন (১০), সে রমনার ইস্কাটন বিয়াম স্কুল গলির একটি বাসায় মা-বাবার সঙ্গে থাকত।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে নুর উদ্দিন গলায় ফাঁস দেয়। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুর উদ্দিন মাদারীপুর সদর উপজেলার ইটখোলা বাজিতপুর গ্রামের রিকসাচালক নুর হোসেনের ছেলে। বর্তমানে তারা রমনা ইস্কাটন বিয়াম স্কুল গলির একটি পাঁচ তলা বাসার নীচ তলায় ভাড়া থাকে।
শিশুটির বাবা জানায়, নুর উদ্দিন বাংলামটর এলাকার একটি গ্যারেজে কাজ করত। আজ কাজে না গিয়ে সে বাসায় ছিলো। বার বার তাকে কাজে যেতে বলা হলেও সে কাজে যায়নি। রাগান্বিত হয়ে তার মা নেহারা বেগম রাত ৮টার দিকে তাকে বকাবকি করে ঘরের মধ্যে রেখে কাজে চলে যায়।
এক পর্যায়ে নুর উদ্দিন অভিমান করে দরজা বন্ধ করে ফ্যানের সাথে মায়ের উড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে নুর উদ্দিনের ছোট বোন জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে ডাকাডাকি ও চিৎকার করলে তার বাবা সহ অন্যান্যরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৬জুলাই,২০১৭/ ই জাহান