জঙ্গি আস্তানা সন্দে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা।
শনিবার দিবাগত রাত একটা থেকে একতলা বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব -৪ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবীর।
তিনি জানান, বাড়িটির চারপাশে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে দুই তিন রাউন্ড গুলি করা হয়। এরপর বাড়িটিকে ঘিরে আরও শক্ত অবস্থান নেয় র্যাব সদস্যরা।
বর্তমানে ওই বাড়ি সংলগ্ন অন্যান্য বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানান লুৎফুল কবীর।
পাশাপাশি হ্যান্ড মাইকের সাহায্যে ঘিরে রাখা বাড়িটির ভেতর থেকে বাসিন্দাদের বেরিয়ে এসে আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১৬জুলাই,২০১৭/ ই জাহান