গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, 'আদালতের ওপরও আস্থা রাখার জায়গাটুকু রইলো না'। রবিবার দুপুরে ছাত্রলীগের এক মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদনকালে তার ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনার জেরে এই মন্তব্য করেন ইমরান।
প্রসঙ্গত, রবিবার দুপুরে মানহানির মামলায় জামিন পাওয়ার পর আদালত থেকে বের হওয়ার পর ছাত্রলীগের ধাওয়ায় ফের আদালতের এজলাসকক্ষে আশ্রয় নেন ইমরান। এ সময় ছাত্রলীগের কর্মীরা আদালতের বাইরে অবস্থান নিয়ে ইমরানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
আদালতের এজলাসকক্ষে আশ্রয়রত অবস্থায় ইমরান এইচ সরকার অভিযোগ করে আরও বলেন, "আদালত প্রাঙ্গনেও আমরা নিরাপদ নই। আমার গাড়িতে ইট-পাথর-পচা ডিম ছোড়া হয়েছে। বোমা হামলার মাধ্যমে আমার প্রাণনাশেরও খবর ছিল। "
এর আগে একই দিন সকালে ইমরান ও অন্য আসামি মঞ্চের কর্মী সনাতন মালো উল্লাস ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মশাল মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগের মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে ৫ হাজার টাকার মুচলেকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ জামানের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গন ত্যাগের সময় ইমরানের গাড়িতে হামলা চালান ছাত্রলীগের কর্মীরা। তারা গাড়িতে ইট-পাথর ও পচা ডিম ছুড়ে মারেন। এ সময় গাড়ি ঘুরিয়ে ফের আদালতের এজলাসকক্ষে গিয়ে আশ্রয় নেন ইমরান।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩