রাজধানীর ক্যান্টনমেন্ট স্টাফ রোডের দক্ষিণ পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত এই যুবকের নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার বয়স আনুমানিক ২০ বছর।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালের দিকে পায়ে হেঁটে রেল লাইন অতিক্রম করছিলেন ওই যুবক। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১