বরিশাল নগরীর সাগরদী ইশা খাঁ সড়কের স্মৃতি মহল ভবন থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার কাজী উজ্জল ওরফে কাজী রেজাউল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।
বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে রবিবার এই রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৬ সালের ২৬ মার্চ নগর গোয়েন্দা পুলিশের একটি দল উজ্জলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং তাকে (উজ্জল) গ্রেফতার করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মোস্তফা কামাল বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
একই বছরের ১৪ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ একমাত্র উজ্জলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।
বিডি প্রতিদিন/ ১৬ জুলাই, ২০১৭/ ই জাহান