সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামে হিরা মিয়া হত্যা মামলায় ইউপি সদস্যসহ ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক নজরুল ইসলাম তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন জানান, হিরা মিয়া হত্যা মামলার ১১ আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
কারাগারে প্রেরিত আসামিরা হলেন ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মান্দারুকা গ্রামের মাসুদ আলী, একই গ্রামের বাসিন্দা লতিব উল্যাহ, আব্দুস শহিদ, আব্দুর রউফ, আব্দুর নুর, মাছুম মিয়া, মঞ্জব উল্যা, মনু মিয়া, আহমদ আলী, বসর আলী ও বাচ্চু মিয়া।
এর আগে, গত ১০ জুন সন্ধ্যার পর ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের মসজিদে এসি লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে হিরা মিয়া গুরুতর আহত হন। গত ৪ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার তাই মতিন মিয়া বাদী হয়ে ১৮ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৭/মাহবুব