সহকর্মী মো. আজাদ সিকদার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, মো. হারুন, আইয়ুব আলী ও ইউনুস কালু সহ অন্যান্যরা। মানববন্ধনে নিহত আজাদের স্ত্রী সাহিদা বেগম এবং ৪ বছরের শিশু ছেলে উপস্থিত ছিলেন।
গত ৪ মে নগরীর সাগরদী ধান গবেষনা সড়কে একদিন কাজে না আসায় নির্মাণ শ্রমিক মো. আজাদ সিকদারকে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ প্রধান অভিযুক্ত আসামি মো. কবিরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। কিন্তু মামলার অপর আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ নির্মাণ শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে নির্মাণ শ্রমিক আজাদ হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৭/মাহবুব