চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ডিওএইচএস আবাসিক এলাকার একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে লিমা (১৩) নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ওই আবাসিক এলাকার একটি ভবনে রাউজান উপজেলার বাসিন্দা শাহেদা আক্তারের বাসায় কাজ করতো মেয়েটি।
বাসার লোকজনের বরাত দিয়ে ওসি বলেন, ছাদে কাপড় শুকাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেছে মেয়েটি। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গৃহকর্তী শাহেদা আক্তারকে জিজ্ঞাসাবাদ করছি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন