চট্টগ্রামে নগরীর বায়েজিদ থানাধীন বালুচড়া এলাকায় ৩ নম্বর রুটের রাইডারের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. ফরিদ (৩৬) নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন। তিনি বলেন, দুর্ঘটনার পরে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসলে বেলা ১১টার দিকে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। এসময় ফরিদের সাথে থাকা দোকানের কর্মচারি মাহিমও আহত হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, নিহত ফরিদের দোকান রয়েছে বালুচড়া এলাকায়। একজন কর্মচারীসহ তিনি দোকানে আসছিলেন। পথিমধ্যে ৩ নম্বর রুটের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ।
বিডিপ্রতিদিন/ ১৭ জুলাই, ২০১৭/ ই জাহান