চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘি এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিকাশ শীল (২৪) নামের এক ছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
তিনি বলেন, পটিয়া কেলিশহর ইউনিয়নের দিলীপ শীলের ছেলে বিকাশ শীল বাঁশখালী থেকে সিএনজি অটোরিকশায় ফিরছিলেন। কালাবিবির দীঘির ৩০০ গজ দক্ষিণে বাঁশখালীমুখী একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বিকাশ মারা যান। বিকাশ বিবিএ দ্বিতীয় বর্ষের বাশঁখালি কলেজের ছাত্র ছিল বলে জানান তার বন্ধুরা। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৭/মাহবুব