চাঁদপুরের হাইমচরে একটি বিদ্যালয়ে 'মানবসেতু' তৈরি করে ছাত্রদের পিঠের ওপর দিয়ে হাঁটা সেই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছেন হাইকোর্ট।
বুধবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সাহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, চলতি বছরের ৩০ জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণির কিছু শিক্ষার্থী মিলে ওই ‘মানবসেতু’ তৈরি করে। এরপর নুর হোসেন পাটোয়ারী সেই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হওয়ায় পরদিন এক অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনকে অভিযুক্ত করে হাইমচর থানায় মামলা করেন।
বিডি-প্রতিদিন/১৯ জুলাই, ২০১৭/মাহবুব