সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নৌকা ডুবে ওহিদ মতিন রিয়াদ (২৬) ও শিহান আহমেদ (২৭) নামে সম্পর্কে খালাতো ভাই দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১১টায় উপজেলার নূরপুর এলাকার গাড়ুনি বিলে ভ্রমণে গেলে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
শিহান আহমেদ (২৭) নুরপুর গ্রামের জুম্মা টিলার লতিফ মাস্টারের ছেলে এবং রিয়াদ সিলেট দরগাহ মহল্লার আব্দুল মতিনের ছেলে।
নিহতের প্রতিবেশী জুবেল আহমেদ জানান, মঙ্গলবার রাত ১১টায় তারা কয়েক জন স্থানীয় গাল্লি বিলে নৌকা চড়তে যান। এসময় হঠাৎ নৌকাটি ডুবে যায়।
নিহতের বড় ভাই শিহাব আহমেদ ও আরও দুইজন পারে উঠে আসলেও ডুবে যান শাহান ও রিয়াদ। তাদের চিৎকারে আশপাশ লোকজন ছুটে এসে বিলের পানিতে নেমে খুঁজলেও কাউকে পাননি।
ফেঞ্চুগঞ্জ দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে তাদের নিজস্ব ডুবুরি নাই বলে জানান। এ অবস্থায় গ্রামের কয়েকজন বাঁশ(লগি) নিয়ে বিলে নামেন। ঘণ্টা খানিক খোঁজার পর মরদেহ দুইটি উদ্ধার হয়। এ মর্মান্তিক খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বিডি-প্রতিদিন/১৯ জুলাই, ২০১৭/মাহবুব