জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউস থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে। পরে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে অশ্বিনী কুমার হলে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি শেখ মারুফ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম, মৎস্য কর্মকর্তা তপন কুমার পাল এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি সাইদুর রহমান রিন্টু।
সভায় জানানো হয়, বরিশালে গত কয়েক বছরে মাছের উৎপাদন বেড়েছে। ২০১৫-১৬ সালে বরিশাল জেলায় উৎপাদিত মাছের চাহিদা ছিল ৫৩ হাজার ১২৪.০৬ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৯১ হাজার ৬৩৭.২৩ মেট্রিক টন। এর মধ্যে ইলিশ মাছ উৎপাদন হয়েছে ৪০ হাজার মেট্রিক টন।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/হিমেল