ঘুষ নেয়ার সময় টাকাসহ হাতেনাতে গ্রেফতার নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মঙ্গলবার দুপুরে মতিঝিলে তার নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে নগদ ৫ লাখ টাকাসহ হাতেনাতে আটক করে দুদুক। পরে এ ঘটনায় মতিঝিল থানায় দুদকের পক্ষ থেকে মামলা করা হয়।
বিডি-প্রতিদিন/১৯ জুলাই, ২০১৭/মাহবুব