চট্টগ্রামে ইউএসটিসির শিক্ষার্থী ভারতীয় নাগরিক মোহাম্মদ আতিফ শেখ খুনের ঘটনার পাচঁদিন পর একই দেশের শিক্ষার্থী নিরাজকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বাসা থেকে আটকের পর আকবর শাহ থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) ফারুকুর রহমান। তবে মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করা না হলেও নিরাজ গুরুসহ আটজনকে সন্দেহের তালিকায় থাকা হয়েছে বলে জানান তিনি।
গত শুক্রবার (১৪ জুলাই) গভীর রাতে আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলা থেকে রক্তাক্ত অবস্থায় আতিফ শেখ এবং আহত অবস্থায় উইলসন সিংকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে আতিফ শেখকে মৃত ঘোষণা করা হয়। আতিফ শেখ ও উইলসন সিং ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী। একই বাসায় তাদের সঙ্গে ইউএসটিসিতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী নিরাজ গুরু ও তার স্ত্রীসহ মোট পাঁচজন থাকতেন। হত্যার চারদিন পর গত মঙ্গলবার আতিফের বাবা আব্দুল খালেক আকবর শাহ থানায় মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার