চট্টগ্রামে সরকারি চাল পাচারকারি ও নেপথ্যে জড়িতদের খুঁজছে র্যাব। এই পাচারকারী চক্রটি দীর্ঘদিন ধরেই এসব তৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এতে চট্টগ্রামের খাতুনগঞ্জের একটি ব্যবসায়ী চক্র এসবের সাথে জড়িত থেকে সকল অপকর্ম করে আসছে। আজ বুধবারও চট্টগ্রামের একটি গোডাউন থেকে সরকারি চাউল পাচারের আগেই ২’শ ৭০ বস্তা জব্দ করে র্যাব। এর আগের দিনও ৩ হাজার ৯৬ বস্তা চাল জব্দ করা হয়। সরকারি চাল পাচারকারি চক্রটি অতি-কৌশলে নিজস্ব গোডাউনে মজুদ রেখে এসব চাল অন্যত্র পাচারের জন্য নিরাপদ স্থানে নিয়ে যায়। এরপর নিজেদের সুবিধা মতো ভাবে পাচার করে থাকে বলে নিভর্রযোগ্য সূত্রে জানা গেছে।
অভিযোগ উঠেছে, গত দুই দিনে র্যাবের অভিযানের পর খাতুনগঞ্জের চাউল ব্যবসায়ী নুরুল আজিম নুরুসহ কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ ও মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না। তবে কী কারণে দোকান ও মোবাইল বন্ধ থাকা হয়েছে- তা জানা যায়নি। র্যাব বলছেন, এসব পাচারকারি ও নেপথ্যে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকারি চাল পাচারের এমন গোপন সংবাদে বিষয়টি নজরদারিতে রাখি। এতে পাচারের উদ্দেশ্যে রাখা ২’শ ৭০ বস্তা চাউল জব্দ করি। এতে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে ট্রাক নিয়ে চালক অন্যত্র পালিয়ে যায়। এর আগের দিনও ৩ হাজার ৯৬ বস্তা আটক করি। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই সরকারি চাল পাচার হয়ে আসছে। এতে পাচারকারী ও নেপথ্যে জড়িতদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এখানে একটি চক্র আছে, যারা দীর্ঘদিন ধরেই এসব অপকর্ম করে আসছে। তাছাড়া কারা জড়িত এ বিষয়টি বিস্তারিত এখন বলা যাচ্ছে না। আশা করছি দ্রুত চিহ্নিত ব্যক্তিদের বের করতে পারবে বলে জানান তিনি।
জানা যায়, চট্টগ্রাম নগরীতে র্যাবের গোপন সংবাদে বিশেষ অভিযানে ৭ ট্রাক ভর্তি ৩ হাজার ৯৬ বস্তা সরকারি চালসহ খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। আটক খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা প্রণয়ন চাকমা নগরীর হালিশহরে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষাণাগারের (সিএসডি) ব্যবস্থাপক। অপর চারজন হলেন- ট্রাক চালক শামসুল হুদা (৪৮), মিজান (২২), শফি আলম (২৭) ও মো. ওসমান (৪৫)। মঙ্গলবারও চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এগুলো সিটি গেইটের পাশে কাট্টলীতে ঈগল স্টার টেক্সটাইল মিলের কাছে কবির মাঝির গোডাউরে রাখা হয়। সরকারি চালগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল। তাছাড়া আটক পাঁচজনের মধ্যে একজন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং বাকি চারজন ট্রাকের চালক ও সহকারি।
বিডি প্রতিদিন/এ মজুমদার