রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
বিএসএমএমইউর দেয়াল ধসে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে পারভীন আক্তার (৫০) নামে একজনকে আইসিইউতে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাবিবুর রহমান দুলাল জানান।
আহত অপর চারজনপুলিশের সহকারী উপ-পরির্দশক জাহিদুল, আনসার সদস্য ফারুক, নার্স অন্তরা এবং পথচারী রাহুল এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন