রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন মতিয়াবিল এলাকায় হিরা বেগম (৪০) নামে এক নারীকে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। তাকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা যায়, হিরা বেগম সুদের বিনিময়ে টাকা ধার দেন। তিনি তার প্রতিবেশিকেও টাকা ধার দিয়েছিলেন। কিন্তু তার প্রতিবেশি টাকা দিতে ব্যর্থ হলে গতকাল বুধবার রাত ৮টার দিকে হিরার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার প্রতিবেশী স্বপরিবারে হিরার ওপর হামলা চালায়। এ সময় হিরার শরীরে এসিড নিক্ষেপ করা হয়।
এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, এসিড নিক্ষেপের ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৭/ওয়াসিফ