রাজধানীতে ধর্ষণের পর খুনের দুই মামলা জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।
বুধবার রাতে কদমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, ধর্ষণের পর খুন করা হয়েছে- এমন দুইটি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কদমতলী এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৭/মাহবুব