শিল্প পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করার সময় আশুলিয়ায় মেহেদী হাসান জুয়েল এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃস্পতিবার সকালে আশুলিয়া শ্রিপুর এলাকায় পরিবহনে চাঁদাবাজি করার সময় মেহেদীকে আটক করা হয়।
মেহেদী হাসান জুয়েল কুষ্টিয়ার দৌলতপুরের কাজীপাড়া এলাকার আবুল বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার শ্রীপুর এলাকায় বিভিন্ন শিল্প পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানায় চাঁদাবাজি করতো মেহেদী। সকালে শ্রিপুর বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা মেহেদীকে আটক করে শিল্প পুলিশে খবর দেয়।
খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মেহেদীকে আটক করে থানায় সোপর্দ করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২০ জুলাই, ২০১৭/ফারজানা