যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
সকালে গাজীপুরের জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নেতৃত্বে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা জজশীপ ও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে পবিত্র কোরআন খতম, শোকসভা, দোয়া মাহফিল এবং শোকর্যালির আয়োজন করা হয়। সকালে ভারপ্রাপ্ত জেলা জজ মো. ফজলে এলাহী ভূইয়ার নেতৃত্বে একটি শোকর্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা জজ আদালত চত্বরে এক আলোচন সভার আয়োজন করা হয়। গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা জজ মো. ফজলে এলাহী ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আস সামস জগলুল হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ মৃত্যুঞ্জয়ী মিস্ত্রি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জিপি এডভোকেট মো. আমজাদ হোসেন বাবুল, পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহম্মেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী প্রমূখ।
এ ছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, বাংলদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
বিডি প্রতিদিন/১৫ আগস্ট ২০১৭/হিমেল