জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মামলার তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এদিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত বছরের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন বিকেলেই দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
বিডি-প্রতিদিনি/১৬ আগস্ট, ২০১৭/মাহবুব