রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে তারা মিছিল বের করেন। মিছিলটি কয়েক ধাপ যেতেই স্যান্ডেল পট্টি এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়।
স্বেচ্ছাসেবক দলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে এ মিছিলের আয়োজন করা হয় বেলা পৌনে ১২টার দিকে। তবে কিছু দূর যেতেই মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের বাধার কারণে এক মিনিটও স্থায়ী হতে পারেনি মিছিলটি। ফলে সেখান থেকে পিছু হটে এসে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
বিডি-প্রতিদিন/১৯ আগস্ট, ২০১৭/ওয়াসিফ