বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে একদলীয় শাসন কায়েম করতে চায় সরকার। '
শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেছেন।
'ষোড়শ সংশোধনীর রায়ের পর বিএনপি যে স্বপ্ন দেখেছিল সেটি উল্টে গেছে'- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতারা যে কথাগুলো বলছেন, আমার মনে হয় তারা নিজেরাই জানেন না কী বলছেন। এ রায়ের ফলে তাদের যে আসল চেহারা বেরিয়ে গেছে। জনগণ সেটা বুঝতে পেরেছে। এই কারণেই তারা এই সমস্ত অমূলক কথা বলছে।’
ফখরুল বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগ যে ধরনের কথাবার্তা বলছে এবং তারা যে কার্যক্রম করছে আমি মনে করি তারা আইনের শাসনবিরোধী এবং আদালত অবমাননার শামিল। তাদের প্রত্যেক নেতা প্রধান বিচারপতিকে লক্ষ্য করে অশালীন ভাষায় কথাবার্তা বলছেন। সম্পূর্ণ বেআইনি ভাষায় তারা কথা বলছেন। এদের (আওয়ামী লীগের) উদ্দেশ্য হচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতাকে নষ্ট করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা। যেটা এদেশের মানুষ কখনই মেনে নেবে না। আমি মনে করি এ রায়ের প্রেক্ষিতে এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
বিডি প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/ফারজানা