চট্টগ্রামে ড্রেনে পড়ে মোহাম্মদ আহসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আহসান কক্সবাজার জেলার পেকুয়া এলাকার মো. আলমের ছেলে। তারা নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় বসবাস করত।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, শুক্রবার রাতে বাসা থেকে বের হয় আহসান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ আগ্রাবাদ এলাকার একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আহসান মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে ড্রেনে পড়লে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যু কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার