‘ড্রেনেজ মাস্টারপ্ল্যানে’ থাকা চট্টগ্রাম নগরীর ৭০টি খাল উদ্ধারের দাবি জানিয়েছে একটি নাগরিক সংগঠন। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় ‘চট্টগ্রাম মহানগরীর নদী ও খাল উদ্ধার নাগরিক আন্দোলন’। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক মনজুরুল কিবরিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে নাগরিক আন্দোলনের নেতা আলীউর রহমান বলেন, ১৯৬৯ সালের ড্রেনেজ মাস্টার প্ল্যান ও আরএস সিট অনুযায়ী খাল রয়েছে ৭০টি। আর এসব খালের মোট দৈর্ঘ্য ছিল ৩৫০ কিলোমিটারের বেশি। কিন্তু বর্তমানে খালগুলোর বেশির ভাগ বেদখল হয়েগেছে। খালগুলোর প্রকৃত সীমানা নির্ধারণ এবং ড্রেনেজ মাস্টার প্ল্যান অনুযায়ী দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। উদ্ধারের পর দ্রুত সময়ের মধ্যে এগুলো ছয় থেকে সাত ফুট গভীরতায় খনন করে উভয় তীরে ইটের দেয়াল দিতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সমীক্ষার বরাত বলা হয়, মহানগরীতে টানা দেড় ঘন্টা বৃষ্টিপাত হলেই ৩৮ দশমিক এক মিলিমিটার পানি ওঠে। বৃষ্টিতে পানির পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৫৮ লাখ ঘনফুট।
বিডি প্রতিদিন/এ মজুমদার