রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকায় নুপুর (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী কিরনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সোমবার ভোর চারটার সময়ে খিলগাঁওয়ের সিপাহীবাগের বাসায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন নুপুর। পরে তার স্বামী কিরন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে মৃত নুপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলা হলেও তার গলায় কোনো আঘাতের চিহ্ন নেই। তাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ অভিযুক্ত কিরনকে সন্দেহজনকভাবে আটক করেছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
নিহতের গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালী জেলায়।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৭/ওয়াসিফ