ঢাকার সদরঘাটে ভোলাগামী একটি লঞ্চের ধাক্কায় আলাউদ্দিন সিজু (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।
নিহত আলাউদ্দিন ভোলার দৌলতখান থানার লেদুয়া এলাকার আবদুল মালেকের ছেলে। সকালে লঞ্চ থেকে সদরঘাটে মাছ নামানোর সময় তিনি লঞ্চের ধাক্কায় নিহত হন।
দৌলতখানের লেদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জুর আলম ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৭/মাহবুব