কারাবন্দি বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর সাথে সেলফি তোলা নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে চট্টগ্রাম আদালত ভবনে। সেলফি তোলাকে কেন্দ্র করে কেন্দ্রীয় এ নেতার সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে আসিফ মিজান, মো. সাহেদসহ কমপক্ষে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আজ দুপুরে চট্টগ্রাম আদালত ভবনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম উত্তর ছাত্রদলের সভাপতি জাহেদ আফসার জুয়েল এবং সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, এ ঘটনার নিন্দানীয়। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, সোমবার বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জেলা জজ আদালতে হাজিরার জন্য আনা হয়। হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় সেলফি তোলা নিয়ে মারামারি শুরু করে ছাত্র দলের নেতাকর্মীরা। এসময় ছুরিকাঘাতে দুজন আহতসহ কয়েকজন আহত হয়। আহতদের পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক করার অভিযোগে গত বছরের ১৫ মে রাজধানী থেকে গ্রেফতার হন আসলাম চৌধুরী। চট্টগ্রামের বিভিন্ন আদালতে আসলামের বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন আছে। এসব মামলায় হাজিরা দিতে আসলামকে প্রায় চট্টগ্রাম আদালতে আনা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার